সদর উপজেলার তেতুলিয়া এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অচিন্ত্য কুমার বিশ্বাস (৩৫) মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী গ্রামের জয়দেব বিশ্বাসের ছেলে। তিনি সেনাবাহিনীতে ল্যান্স কর্পোরাল পদে রংপুর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। আহতরা হলেন অচিন্ত্যের স্ত্রী বাসনা বিশ্বাস (৩০) ও তার বান্ধবী জুঁথি (২৯)।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মুকুল হোসেন জানান, অচিন্ত্য মোটরসাইকেলে করে বাসনা ও জুঁথিকে নিয়ে খুলনা থেকে রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে যাচ্ছিলেন। পথে বিপরিত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অচিন্ত্য নিহত এবং দুজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান