জেলার কাশিয়ানী উপজেলায় আজ মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুই মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ও খুলনার খালিসপুরের আব্দুর রহমানের ছেলে আবদুর রহিম মাসুদ (২০) এবং তার বন্ধু আতিকুল ইসলাম (২১)। এরা ঢাকা থেকে মোটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল সাড়ে ৯ টায় ঘটনাস্থলে ঢাকাগামি দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে খুলনাগামি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আবদুর রহিম মাসুদ নিহত এবং তার বন্ধু আতিকুল ইসলাম গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা আতিকুলকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান