গোপালগঞ্জে জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুর ২টায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টদের এক সমঝোতা বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ঢাকা- খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে পরিবহণ শ্রমিকরা।ঢাকা- খুলনা মহাসড়কে বেরিকেড সৃষ্টি করে পিকেটিং ও বিক্ষোভ করেছে তারা।
এতে গোপালগঞ্জে ওপর দিয়ে খুলনা, বাগেরহাট, নাজিরপুর, পিরোজপুরসহ বেশ কয়েকটি জেলার যানবাহন চলাচল করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছিল যাত্রীরা। তবে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গত রবিবার ঢাকা-খুলনা মহাসড়কে বাস উল্টে পলিটেকনিকের এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়। এঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়রা বেশ কয়েকটি বাস ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পরে জেলা বাস মালিক সমিতি অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়।
আজকের বাজার/আরজেড