যুক্তরাষ্ট্রে একটি গরুর খামারে গোবরের গর্তে নেমে তিন ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির ওহাইও অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে।
অঙ্গরাজ্যটির সেন্ট হেনরি অঞ্চলের ফায়ার সার্ভিসের প্রধান ম্যাট লেফেল্ড জানান, ওই তিন ভাই একটি পাম্প ঠিক করতে ওই গর্তে নামে। কর্তৃপক্ষ ওই তিন জনকে গ্রে, টোড এবং ব্র্যাড উইবেকার নামে শনাক্ত করেছেন। উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রে বড় আকারের খামারে গোবরের গর্ত থাকা সাধারণ বিষয়। এগুলোতে সাধারণত গোবর জমা রেখে পরে কৃষি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। তবে এসব গতে হাইড্রোজেন সালফাইড, মিথেন, কার্বন মনোক্সাইড এবং অ্যামোনিয়ার মতো ভয়ংকর গ্যাস তৈরি হতে পারে।
এসব গ্যাসের কারণে মাথাব্যাথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট এমনকি মৃত্যুও হতে পারে বলে জানিয়েছে ওহাইও স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান