গোমতী নদীতে ড্রেজার ও পাইপ জব্দ

গোমতী নদী রক্ষায় মাসব্যাপী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কুমিল্লার গোমতী নদীর গোলাবাড়ী সীমান্ত এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ৩ টি ড্রেজার জব্দ ও আনুমানিক দুই হাজার ফিট পাইপ অপসারণ করেছে। এছাড়া মাটি পরিবহণের জন্য ব্যবহৃত সংযোগ সড়ক বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার এবং জেলা পুলিশের একটি টিম। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বাসস’কে বলেন, গোমতী নদীর গোলাবাড়ী সীমান্তে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে ব্যবহৃত ৩ টি ড্রেজার মেশিন জব্দ ও আনুমানিক ২ হাজার ফিট পাইপ অপসারণসহ মাটি পরিবহণের জন্য ব্যবহৃত সংযোগ সড়ক বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।