দিবা-রাত্রির প্রথম টেস্টে দাপুটে জয় পেয়েছে ভারত। অসহায় আত্ম-সমর্পণ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনেই ইনিংস ও ৪৮ রানের ব্যবধানে হার মেনেছে সফরকারীরা।
৮৯ রানে পিছিয়ে থেকে আজ রোববার দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু শুরুতেই ফিরে যান এবাদত হোসেন। এরপর আল-আমিন ও মুশফিক টেনে নিচ্ছিলেন বাংলাদেশকে। ১৮৪ রানের মাথায় অবিবেচকের মতো শট খেলে মুশফিক (৭৪) আউট হয়ে গেলে হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
আবু জায়েদ রাহী ও আল-আমিন শেষ চেষ্টাটা করছিলেন। কিন্তু ১৯৫ রানের মাথায় উমেশ যাদবের পঞ্চম শিকারে পরিণত হয়ে আল-আমিন সাজঘরে ফেরেন। মাহমুদউল্লাহ রিয়াদ পায়ের ইনজুরি থেকে সেরে না ওঠায় তিনি আর ব্যাট করতে নামেননি। তাতে ইনিংস ও ৪৮ রানের ব্যবধানে জয় পায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৩৪৭/৯ ডিক্লে.
বাংলাদেশ : ১০৬/১০ ও ১৯৫/৯ (৪১.১ ওভার)
ফল : ভারত ইনিংস ও ৪৮ রানে জয়ী।
ম্যাচসেরা : ইশান্ত শর্মা (৯ উইকেট)।
সিরিজ সেরা : ইশান্ত শর্মা (১২ উইকেট)
আজকের বাজার/আরিফ