পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনিসহ ৬ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গলাচিপা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী মাসুদ মামলাটি দায়ের করেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিইসির ভাগ্নে এসএম শাহজাদা।
মামলার অন্য আসামিরা হলেন- রনির ভাই সরোয়ার, শ্যালক মকবুল, বিএনপি নেতা শাহজাহান খান, ছেলে শিপলু খান ও শাহআলম শানু।
মামলার বিষয়ে বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনি বলেন, ‘মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে যে, ক্ষতিগ্রস্থরা ছাড়া একই ঘটনায় অন্য কোনো পক্ষ মামলা করতে পারবেন না। এখানে আমার স্ত্রীসহ পরিবারের লোকজন ক্ষতিগ্রস্থ হয়েছে। যে ঘটনায় আমার স্ত্রীর অভিযোগ থানা পুলিশ গ্রহণ না করে আইন লংঘন করেছে। উল্টো আমাদের বিরুদ্ধে একটি সাজানো মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার খবর আমার জানা নেই। আমি বর্তমানে এক রকম ঘরে বন্দী আছি। বাইরে বের হওয়ার কোনো পরিবেশ নেই। আল্লাহর কাছে শুধু প্রার্থনা করছি, ৩০ তারিখ পার করবো কেমন করে।’
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাদীর অভিযোগের বরাত দিয়ে ওসি আরও জানান, গত ১৫ ডিসেম্বর দুপুরে গোলাম মাওলা রনির স্ত্রী কামরুন নাহার রুনুসহ বিএনপি নেতারা গলাচিপায় পৌঁছানোর পর তাদের ওপর হামলা ও তাকে বহনকারী মাইক্রো ভাঙচুরের আত্মঘাতী ঘটনা সাজায়। আইনশৃঙ্খলার অবনতি এবং এ ঘটনা বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে সংবাদ প্রচারের মাধ্যমে জনমনে ভীতি সঞ্চার করেছেন। বাদী যেহেতু পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক সেহেতু তার সম্মান ক্ষুণ্ন হয়েছে। যা ডিজিটাল আইনের অপরাধ করেছেন রনি। এছাড়াও মামলার সাথে ভাইরাল করা সময় টেলিভিশন ও ৭১ টিভির প্রচারিত সংবাদ সম্বলিত কপি সংযুক্ত করা হয়েছে।
গোলাম মাওলা রনির অভিযোগ, গত শনিবার দুপুরে গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি এলাকায় প্রচারণা চালিয়ে ফেরার সময় পটুয়াখালী-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রী-বোনসহ গলাচিপা পৌরসভার সাবেক চেয়ারম্যান আবু তালেব মিয়াকে বহনকরা মাইক্রোবাসে হামলা চালায় প্রতিপক্ষ। এতে তার স্ত্রী, বোন ও গলাচিপা পৌরসভার সাবেক চেয়ারম্যান হাজী আবু তালেব মিয়াসহ ছয়জন আহত হয়েছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার স্ত্রী ও বোনের ওপর হামলা চালায় ও তাদের গাড়ি ভাঙচুর করে। পরে তারা গলাচিপা থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তার স্ত্রী এবং বোনের স্বর্ণালংকারও লুট হয়েছে বলে অভিযোগ করেছেন গোলাম মাওলা রনি। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ