এক নয়, দুই নয়, চার নয়। একেবারে গুনে গুনে বিপক্ষের জালে নয়’বার বল জড়াল লেস্টার সিটি। শুক্রবার প্রিমিয়র লিগে সাউদাম্পটনকে ৯-০ গোলে হারিয়ে রেকর্ডবুকে নাম তুলে ফেলল ব্রেন্ডন রজার্সের ছেলেরা। প্রিমিয়র লিগে সর্বাধিক ব্যবধানে জয়ের নিরিখে এদিন ‘৯৫ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রেকর্ডে ভাগ বসাল তাঁরা। একইসঙ্গে অ্যাওয়ে ম্যাচে সর্বাধিক ব্যবধানে জয়ের নিরিখে নয়া রেকর্ড সেট করল ২০১৫-১৬ প্রিমিয়র লিগ চ্যাম্পিয়নরা।
লেস্টারের বিরাট জয়ে এদিন জোড়া হ্যাটট্রিক করলেন অ্যায়োজ পেরেজ ও অধিনায়ক জেমি ভার্ডি। পাশাপাশি এই জয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল ‘ফক্স’রা। ১২ মিনিটে লাল কার্ড দেখে রায়ান বারট্র্যান্ড মাঠ ছাড়তেই ম্যাচের বাকি সময়টা নিউমেরিক্যাল সুপ্রিমকে দারুণভাবে কাজে লাগায় লেস্টার। সাত মিনিট বাদে গোলের খাতায় নাম তোলেন ইউরি টিয়েলমানস।
১৯ মিনিটে দলের হয়ে তৃতীয় ও ব্যক্তিগত প্রথম গোলটি করেন পেরেজ। ৩৯ মিনিটে পেরেজ ও ৪৫ মিনিটে অধিনায়ক ভার্ডির গোলে প্রথমার্ধেই ৫ গোলে লিড নেয় লেস্টার।
দ্বিতীয়ার্ধের আগে দলের ছেলেদের প্রতি কোচ রজার্সের বার্তা ছিল, ‘মনে কর খেলার ফল এখনও গোলশূন্য।’ ম্যানেজারের এই পেপটকেই দ্বিতীয়ার্ধে সমান উজ্জীবিত ফুটবল খেলে লেস্টার সিটি ফুটবলাররা। ৫৭ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন পেরেজ। এরপর ৫৮ মিনিটে দ্বিতীয় গোল ও শেষ মুহূর্তে পেনাল্টি থেকে হ্যাটট্রিক সম্পূর্ণ করার পাশাপাশি সর্বকালীন রেকর্ড ছোঁয়ার গোলটি করেন ভার্ডি। মাঝে ৮৫ মিনিটে জেমস ম্যাডিনসনের নিখুঁত ফ্রিকিকও সাউদাম্পটনের হতাশ বাড়িয়ে তিনকাঠিতে প্রবেশ করে।
আজকের বাজার/আরিফ