শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ৫০ কোটি টাকার অবসায়নযোগ্য ও নন-কনভার্টেবল করপোরেট বন্ডের প্রস্তাব অনুমোদন করেছেবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিএসইসির ৫৯২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
৭ বছর মেয়াদী বন্ডটি স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট ও উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই শুধু প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন।
কোম্পানিটি এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যবসা সম্প্রসারণ করবে। বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
বন্ডের ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে রয়েছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। আর ম্যানেজার টু দ্য ইস্যু হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।