ছোটপর্দার জনপ্রিয় তারকা নিলয় আলমগীর ও সাবিলা নূর। ভিন্ন ভিন্ন স্বাদের নাটক নিয়ে নিয়মিত দেখা যায় তাদের। এবার দেখা যাবে পুরান ঢাকাইয়া চরিত্রে। নাম 'গোল্লাছুট'। শ্রাবণী ফেরদৌসের রচনা থেকে পরিচালনা করেছেন শুভ্র খান।
জানা গেছে, সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা জানান, নাটকে দেখা যাবে পুরান ঢাকার মেয়ে নীলা পাড়ার বন্ধু-বান্ধবদের নিয়ে সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ায় আর আড্ডা দেয়; যা অন্যরা মেনে নিতে পারে না। এদিকে শফিকও পুরান ঢাকার ছেলে। মনে মনে পছন্দ করলেও নীলাকে তা বলতে পারে না সে। একটা সময় আত্মীয়রা নীলার বিয়ের জন্য উঠে পড়ে লাগে আর তখনই বাঁধে বিপত্তি।
সাবিলা নূর বলেন, পুরান ঢাকার একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি। গল্পে একটু ভিন্নতা না থাকলে আমি কাজ করি না। এ নাটকের গল্পটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে পুরান ঢাকার ভাষায় কথা বলতে হয়েছে। অনেক মজা লেগেছে কাজ করে।
অভিনেতা নিলয় জানান, আগেও পুরান ঢাকাইয়া চরিত্রে অভিনয় করেছেন। এ নাটকও অভিনয় করে বেশ আনন্দ পেয়েছেন। নির্মাণও ভালো হয়েছে। জানা গেছে, আসছে ঈদুল ফিতরে উপলক্ষে প্রচার হবে ‘গোল্লাছুট’।
এস/