গোল পেয়ে ক্ষোভ ঝাড়লেন রোনালদো

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের শততম জয়ের ম্যাচে জোড়া গোলের পর মিডিয়ার উপর ক্ষোভ ঝাড়লেন রোনালদো। অ্যাপোয়েল নিকোশিয়াকে ৬-০ গোলে নাস্তানাবুদ করার পর সংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ক্ষোভ প্রকাশ করেন পর্তুগিজ সুপাস্টার।

কিছুদিন ধরেই স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন, রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বনিবনা হচ্ছে না পর্তুগিজ অধিনায়কের। টটেনহ্যাম হটস্পারের কাছে হারের পর দলের তরুণ ও অনভিজ্ঞ লাইনআপকে দোষারোপ করেছিলেন রোনালদো। মাদ্রিদে অসুখী থাকায় মৌসুম শেষে স্পেন ছাড়বেন বলেও রোনালদোকে ঘিরে গুঞ্জনের খবর বেড়য়। শুধু তাই নয়, গোল খরায় ভুগছেন রোনালদো। এমন খবরের পর রোনালদো হয়তো উপযুক্ত জবাব দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষাই করছিলেন।

নিকোশিয়ার মাঠে রিয়ালের দুর্দান্ত জয়ের পর তাইতো রোনালদো বলেন, আমি কী বলি আর আপনারা কী লেখেন! আমি যা বলি না তাও আপনারা লেখেন। আমি কী বলি আমি কি বুঝি না!’

গোল খরার ব্যাপারে রোনালদো টুইটার বার্তায় জানান, আমি এই গোলের জন্যই বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছিলামৃ. আমি এটা কখনোই ভুলবো না।
আজকের বাজার: সালি / ২২ নভেম্বর ২০১৭