রোমার বিপক্ষে বিশেষ কিছুর প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল দ্যা রেডরা।কিন্তু ফল ভিন্ন। ঘরের মাঠে ড্র করে পয়েন্ট হারিয়েছে লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগে মাত্র চার দিন আগেই রোমাকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। কিন্তু ইপিএলে ঘরের মাঠে দুর্বল স্টোকের বিপক্ষে পারলো না সালার দল। দলের হয়ে সুযোগ মিস করেছেন অদম্য মো সালাহ এবং ড্যানি ইংস। এই ড্রতে ৭১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনেই রইলো লিভারপুল।
আজকের বাজার/আরজেড