ঠাকুরগাঁও সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামের ভুল্লী নদী থেকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত নওশাদ হোসেন নাহিদ (১৯) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ঠাকুরগাঁও পৌর শহরের শাহপাড়ার নবাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার এস আই রবিউল বলেন, দুপুর দেড়টার দিকে বন্ধুদের সথে গোসল করতে যায় নওশাদ। ভুল্লী নদীতে নামলে এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। সাথে থাকা বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের নিয়ে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।
ঈদ উদযাপন করতে সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন নওশাদ হোসেন নাহিদ।
আজকের বাজার/এমএইচ