বসুন্ধরা শপিং সেন্টারে শুল্ক ফাঁকিতে আনা মোবাইল জব্দের সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের অবরুদ্ধের ঘটনায় ক্ষমা চেয়েছেন বসুন্ধরা শপিং সেন্টারের ব্যবসায়ীরা।
শুল্ক গোয়েন্দা ডিজি মো. শহিদুল ইসলাম বলেন, ‘মালিক সমিতির লোক এবং মোবাইল এসোসিয়েশনের লোক তারা নিঃস্বার্থ ক্ষমা চেয়েছে। এছাড়া আজকে তারা ক্ষমার বিষয়টি লিখিতভাবে আমাদের দেবে। পরিষ্কারভাবে আমরা বলতে চাই, মোবাইল ফোন আমদানি করতে গেলে বিটিআরসির অনুমোদন লাগবে।
তিনি আরো বলেন, ‘আজকের আলোচনায় তারা স্বীকার করেছেন যে, তাদের কাছে এ ধরনের কোনো কাগজপত্র নেই। ব্যবহারের জন্য কিছু জিনিস নিয়ে আসতে পারেন। কিন্তু সেগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করার কোনো অনুমতি নেই। সেগুলো ব্যবহারের জন্য আনে। এরকম কোনো কাগজ দিলে তো আমরা কিছু করোতে পারি না।’
আরজেড/