মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, গোয়েন্দা ব্রিফিং শুনা ট্রাম্পের উচিত হবেনা। বাইডেন সিবিএস ইভিনিং নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। খবর এএফপি’র।
তিনি সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন ক্যাপিটল ভবনে হামলা করার উস্কানির অভিযোগে সিনেটে অভিশংসনের জন্য অপেক্ষমান ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না সাবেক প্রেসিডেন্টদের জন্য রীতিমাফিক দেয়া গোয়েন্দা ব্রিফিং শুনা।
তিনি সিবিএস ইভিনিং নিউজকে বলেন,‘আমি মনে করি, ট্রাম্পের জন্য গোয়েন্দা ব্রিফিং শুনার কোনো প্রয়োজন নেই। তাকে এসব গোয়েন্দ তথ্য দেয়ার মূল্য কী ? তাঁর এব্যাপারে কি আর করার আছে? বরং তিনি অপ্রত্যাশিত কিছু বলে ফেলতে পারেন।’
ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বাইডেন ৬ জানুয়ারি তারিখে ক্যাপিটল ভবনের ঘটনায় ট্রাম্পের অসংলগ্ন আচরণের সমালোচনা করেন। আইন প্রণেতাদেরকে বাইডেনের নির্বাচনী বিজয় অনুমোদন করা থেকে বিরত রাখার জন্য ট্রাম্প তার সমর্থকদেরকে কংগ্রেস ভবনে ঢুকে পড়ার জন্য উৎসাহ দিয়েছিলেন বলে অভিযুক্ত।