বরিশালের গৌরনদীতে লরির ধাক্কায় বাসুদেব অধিকারী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানচালক হিরো বল্লব (৪০)।
রোববার (১০জুন) ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার উত্তর পালরদী এলাকার মদিনা স্ট্যান্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসুদেব অধিকারী আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের নিমাই অধিকারীর ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান,‘ মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সিসিবিএল ফিলিং স্টেশনের লরিটি বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়।
গৌরনদী উপজেলার উত্তর পালরদী এলাকার মদিনা স্ট্যান্ড অতিক্রমকালে টরকী বন্দরগামী একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয় ওই লরি। এতে বাসুদেব অধিকারী ঘটনাস্থলে নিহত হন ও ভ্যানচালক হিরো আহত হন।
গুরুতর আহত হিরো বল্লবকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ ওসি আরও জানান, ‘ ঘাতক লরিটি আটক করা হয়েছে।’
আজকের বাজার/এসএম