গ্যাজপ্রম সিইও’র সাথে পুতিনের সাক্ষাত

রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন গ্যাজপ্রম সিইও এলেক্সি মিলারের সাথে সাক্ষাত করেছেন।
সেন্ট পিটার্সবার্গে মঙ্গলবার রাতে উভয়ের মধ্যে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময়ে মিলার রাশিয়ার গ্যাস চীনসহ বিভিন্ন দেশে ব্যাপকহারে রপ্তানির বিষয়টি পুতিনকে জানান।

পুতিন এ জন্যে মিলারকে অভিনন্দন জানান। এছাড়া তিনি আসন্ন ইংরেজি নতুন বছর উপলক্ষে গ্যাস শিল্পে কর্মরত সকলকে অভিনন্দন জানান।
পুতিন কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস এবং ইউরোশিয়ান ইকোনমিক কমিউনিটির শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেন্ট পিটার্সবার্গ আসেন। (বাসস ডেস্ক)