পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের দাম পুন:নির্ধারণ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরির কমিশন গ্যাসের দাম বাড়ানোর পর তিতাস গ্যাস তাদের বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের জন্য ভিন্ন ভিন্ন দাম পুন:নির্ধারণ করেছে।
পুন:নির্ধারণের পর প্রতি কুবিক মিটারে ইলেক্ট্রিসিটি ৪ টাকা ৪৫ পয়সা, ক্যাপটিভ পাওয়ার ১৩ টাকা ৮৫ পয়সা, সার কারখানায় ৪ টাকা ৪৫ পয়সা, শিল্প কারখানায় ১০ টাকা ৭০ পয়সা, চা বাগানে ১০ টাকা ৭০ পয়সা, বাণিজ্যিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ২৩ টাকা, ক্ষুদ্র ও কটেজ শিল্পে ১৭ টাকা ০৪ পয়সা, সিএনজি ৪৩ টাকা, বাসা বাড়িতে মিটারে ১২ টাকা ৬০ পয়সা, এক চুলা ৯২৫ টাকা এবং ২ চুলা ব্যবহারে ৯৭৫ টাকা নির্ধারণ করেছে।
কোম্পানিটি আরও জানায় , বাণিজ্যিক গ্রাহক শ্রেণীর ক্ষেত্রে ছোট এবং কুটির শিল্পের গ্রাহকদের জন্য চার্জ অপরিবর্তিত থাকবে। বিদ্যমান ন্যূনতম চার্জ প্রত্যাহার করা হয়েছে। বাসা বাড়ি গ্রাহক ছাড়া অন্য গ্রাহকদের ক্ষেত্রে, মাসে প্রতি ঘন মিটারে ১০ পয়সা চার্জ অনুমোদন করা হয়েছে। সিএনজিতে ফিড গ্যাসের দাম ৩৫ টাকা এবং অপারেটর মার্জিন ৮ টাকা হারে প্রতি ঘন মিটার দামে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্যাস বিতরণ নিয়মের অন্য শর্ত অপরিবর্তিত থাকবে।