গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে ক্ষমতায় থাকা যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনোভাবেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। এমনিতেই আপনাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। যদি এগুলো করে থাকেন, তাহলে ক্ষমতায় থাকা যাবে না।’
শনিবার, ২৯ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্য আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘এই সরকার দেশের ভেতরে যাদের ওপর নির্ভর করতো তারা কেউই নেই। বিদেশে যাদের ওপর নির্ভর করতো,তারাও কেউ নেই। যেনতেনভাবে তাদের সমর্থন দেখানোর জন্য তারা সবরকম অপচেষ্টা চালাচ্ছে।’
আজকের বাজার/এমএইচ