চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় একটি বাড়িতে রবিবার সকালে গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, সকাল সাড়ে নয়টার দিকে ওই বাড়িতে গ্যাসের লাইন বিস্ফোরিত হলে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।