গ্যাস সংকটে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত ১১টার দিকে গ্যাস সংকটের কারণে তিতাস গ্যাস কোম্পানি কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

দৈনিক সাড়ে ১৭ শ’ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনার সার কারখানার উৎপাদন বন্ধ হওয়ায় প্রতিদিন প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

যমুনা সার কারখানার জেনারেল ম্যানেজার (অপারেশন) আনোয়ারুল হক জানিয়েছেন, তিতাস গ্যাস ট্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ১০ মার্চ থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধের জন্য পত্র দেয়। ওই পত্র পাওয়ার পর শুক্রবার রাতে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

তিনি জানান, কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টসহ অন্যান্য ইউনিটগুলো পর্যায়ক্রমে বন্ধের আগেই তিতাস গ্যাস কর্তৃপক্ষ শুক্রবার রাত ১১টায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে পুরো কারখানা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে।

এদিকে চলতি বোরো মৌসুমে ইউরিয়া সারের ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে স্থানীয় সার ব্যবসায়ীরা বলছেন, যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় উত্তরবঙ্গের ১৯ জেলাসহ বৃহত্তর ময়মনসিংহ বিভাগে এবার সার সংকট দেখা দিতে পারে।

আজকেরবাজার/এস/এইসজে