গ্যাস সংযোগ পেয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

তিতাস গ্যাস ট্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে গ্যাস সংযোগ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ক্যাপটিভ পাওয়ারে ১০ হাজার ৮০০ কিউবিক ফিট (প্রতি ঘণ্টায়) এবং ৭৬ হাজার ৩৩৩ দশমিক ০৯ কিউবিক মিটার (প্রতি মাসে) গ্যাস সংযোগ পেয়েছে। এতে তাদের ৯৫০ কিলোওয়াট জেনারেটর নির্বিচ্ছিন্নভাবে চলতে পারবে। ইতোমধ্যে কোম্পানিটির ৯৫০ কিলোওয়াট জেনারেটর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সুহৃদের পাওয়ার সমস্যার সমাধান হবে এবং স্বাভাবিকভাবে উৎপাদন চলবে। এই গ্যাস সংযোগের ফলে কোম্পানির টার্নওভার ও মুনাফা বাড়বে।

‘জেড’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানির মোট শেয়ারের ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। বাকি ৯০ দশমিক ০১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

রাসেল/