নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার কাচারীমোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চাচা-ভাতিজা নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে একটি চায়ের দোকানে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীরামপুর গ্রামের শাহ্ আলম মিয়ার ছেলে বায়জীদ মিয়া (১৮) ও খলিল মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (২০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত রায় জানান, বায়জীদ ও আলমগীর গ্রামের একটি চায়ের দোকানে কাজ করতেন। ঘুমানোর পড়ে রাত ৩টার দিকে দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বায়জীদ ও আলমগীর মারা যান।
পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও কেউই সিলিন্ডার বিস্ফোরণের কারণ জানাতে পারেননি।
আজকের বাজার/এমএইচ