সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ি গ্রামে রবিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- দুখিয়াবাড়ি গ্রামের ছানোয়ার মুন্সি(৬০), তার স্ত্রী নিলুফার খাতুন(৫৫), তাদের ছেলে ছাইদুল ইসলাম(৩৮), ছাইদুলের স্ত্রী নাজিরা খাতুন(৩৫), তাদের মেয়ে সুমাইয়া খাতুন(২)ও মুকুল হোসেনের ছেলে মেহেদি হাসান(১০)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, রান্না ঘরে গ্যাসের পাইপে ছিদ্র হলে সেখানে আগুন ধরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, দগ্ধদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান