গ্রন্থমেলায় ‘উদ্যোক্তা ও উন্নয়নের রূপরেখা’ বইয়ের মোড়ক উন্মোচন

ছবি : আব্দুল লতিফ

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে তরুণ উদ্যোক্তা কাজী সাজেদুর রহমানের বই ‘উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়নের রূপরেখা’। রোববার ১৮ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ফারুক হাসানসহ বিশিষ্ট জনেরা।

এ সময় শফিকুল ইসলাম বলেন, দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাধান্য দিতে হবে। আর ক্ষুদ্র ব্যবসা প্রসারে কাজ করছে এসএমই ফাউন্ডেশন।

আরাস্তু খান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বেসরকারি খাতকে আগে উন্নয়ন করতে হবে। আর এগিয়ে আসার জন্য দরকার উদ্যোক্তা ও বেসরকারি খাতে বিনিয়োগ।

ফারুক হাসান বলেন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তা প্রয়োজন। আর কীভাবে উদ্যোক্তা হওয়া যাবে বইটিতে তার বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে।

বইটির লেখক ও জাতীয় পর্যায়ে বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান বলেন, নতুন উদ্যোক্তাদের সহায়তা করার জন্যই এই বই প্রকাশ করা হয়েছে। যারা ব্যবসা করতে চান, বইটি তাদের উদ্দেশ্যে লেখা হয়েছে। বইটিতে নিজের অভিজ্ঞতাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, সফল উদ্যোক্তা ও তরুণ ব্যবসায়ী কাজী সাজেদুর রহমান ২০১৬ সালে বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার’ লাভ করেন।

আজকের বাজার : এএল/আরএম/১৮ ফেব্রুয়ারি ২০১৮