এবারের গ্রন্থমেলায় ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি। গত বছরের তুলনায় এ বছর ৫ কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে।
জানা যায়, ২০১৭ সালে ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছিল, যা ছিল তার আগের বছরের চেয়ে ২৩ কোটি টাকার বেশি।
বুধবার মেলার শেষ দিনে বাংলা একাডেমি কর্তৃপক্ষ মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা জানানোর পাশাপাশি বই বিক্রির এই হিসাব দেয়।
এবার বইমেলায় চার হাজার ৫৯১টি নতুন বই প্রকাশ হয়েছে। এগুলোর মধ্যে মাত্র ৪৮৮টি বইকে ‘মানসম্পন্ন’ মনে করছে বাংলা একাডেমি।
গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এতে গ্রন্থমেলার মূল প্রতিবেদন উপস্থাপন করেন মেলা আয়োজক কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির পরিচালক (বিক্রয়, বিপণন) জালাল আহমেদ।
আরএম/