গ্রামীণফোন অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

গ্রামীণফোন লিমিটেড তার শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (Interim Dividend) ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি-জুন’১৭) মুনাফার উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশের পুরোটাই নগদ।

১২ জুলাই বুধবার বিকালে অনুষ্ঠিত গ্রামীণফোনের পরিচালনা বোর্ডের বৈঠকে লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে গত ৩০ জুন পর্যন্ত সময়ের তথা অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও তা অনুমোদন করা হয়।

জানা গেছে, আলোচিত সময়ে গ্রামীণফোন লিমিটেড যে মুনাফা করেছে, তার ৯৮ শতাংশই লভ্যাংশ হিসেবে দিয়ে দিচ্ছে।

আলোচিত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১০ টাকা ৭২ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২৩ টাকা ২৩ পয়সা।

৩০ জুন, ২০১৭ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়ায় ২৬ টাকা ৫৯ পয়সা।

অন্তর্বর্তী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট। অর্থাৎ ওই তারিখ পর্যন্ত যেসব বিনিয়োগকারীর কাছে শেয়ার থাকবে, কেবল তারাই লভ্যাংশ পাবার জন্য যোগ্য হবেন।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১৩ জুলাই ২০১৭