প্রথম প্রান্তিকের (জুলাই’১৮-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি গ্রামীণ ওয়ান: স্কিম টু। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ফান্ড ইপিইউ আগের তুলনায় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.২৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৭ টাকা। সে হিসেবে ফান্ডটির ইপিইউ বেড়েছে ০.০৭ টাকা। আর ইউনিট প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.২৭ টাকা
এছাড়া ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ১৮.৫৮ টাকা। ৩০ জুন ২০১৮ সমাপ্ত সময় যা ছিল ১৯.৩৩ টাকা। আর ক্রয় মূল্য অনুযায়ী ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ১০.৪১ টাকা। ৩০ জুন ২০১৮ সমাপ্ত সময় যা ছিল ১১.৩৬ টাকা।