গ্রামীণ ওয়ান: স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ডের ইপিইউ প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান: স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে (জুলাই,১৭- ডিসেম্বর,১৭) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬৪ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৫৩ পয়সা। এদিকে শেষ তিন মাসে ফান্ডটি ইউনিট প্রতি আয় করেছে ৪৭ পয়সা। আগের বছর একই সময় ছিল ৩৫ পয়সা।

এ সময়ে মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডের ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ১৪ পয়সা। আর কস্ট প্রাইস অনুযায়ী ফান্ডের ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৬৮ পয়সা।