পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতেনর কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল বুধবার চালু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ২০ মার্চ, মঙ্গলবার কোম্পানির বিশেষ সাধারণ সভা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ রয়েছে। রেকর্ড ডেটের পর আগামীকাল ২১ মার্চ, বুধবার কোম্পানির লেনদেন চালু হবে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানিটির ৯০ শতাংশ শেয়ার কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৪২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে।
আরএম/