অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমানে গ্রামীণ ব্যাংকের চরিত্র বদলে গেছে। এটি নন-প্রোফিটেবল ব্যাংক ছিল, তখন সবকিছুতেই ভর্তুকি দিতে হতো। সরকার এখান থেকে কিছুই পেতো না । তবে গ্রামীণ ব্যাংক এখন প্রোফিট করছে বলে উল্লেখ করেন তিনি।
সোমবার ২৪ডিসেম্বর সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের পক্ষ হতে ৬ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা ডিভিডেন্ট গ্রহণকালে তিনি এসব কথা বলেন অর্থমন্ত্রী।
মুহিত আরও বলেন, এখন এমন পরিবর্তন এসেছে, গ্রাহকরা গ্রুপ করে এসে লোন নিচ্ছেন এবং দিচ্ছেন। গ্রামীণ ব্যাংক এখন লাভ করছে। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক পরিচালক নির্বাচনের শিডিউল হয়ে গেছে। যথাসময়ে নির্বাচন হবে।
এসময় গ্রামীণ ব্যাংকের পরিচালক রতন কুমার নাগ উপস্থিত ছিলেন।
আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮