উপজেলা লেভেলের হাসপাতালগুলোতে চিকিৎসক না থাকায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, তাহলে গ্রামীণ জনগণ কীভাবে তাদের সেবা পাবে?
রোববার (৭ অক্টোবর) গণভবনে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চিকিৎসক সম্মিলন’১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জেলা ও উপজেলায় অনেক হাসপাতাল করে দিয়েছে ও উন্নত করেছি। কিন্তু দুঃখের কথা বলতে চাই হাসপাতালগুলোর উন্নয়নে পদক্ষেপ নেয়া হলেও ৫০ শয্যার হাসপাতালে যেখানে অন্তত ১০ জন চিকিৎসক থাকার কথা, সেখানে একজন এবং বেশি হলে তিন/চারজন থাকে।’
প্রধানমন্ত্রী চিকিৎসকের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘এমন অনুপস্থিতি থাকলে মানুষ কীভাবে সেবা পাবে? আমরা পদ সৃষ্টি করেছি আবার নিয়োগও দিয়ে যাচ্ছি। তাহলে কেন মানুষের প্রতি এত অবহেলা আপনারা ভেবে দেখবেন।’
তিনি আরো বলেন, ‘তবে একটা অসুবিধা আছে আমি জানি, থাকার অসুবিধা (চিকিৎসকদের)। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি জেলা উপজেলায় বহুতল বিশিষ্ট ভবন তৈরি করে দেব, সেখানে তারা ভাড়ায় থাকতে পারবে, সেই ব্যবস্থা করে দেব।’
বিএমএ সভাপতি ডা. মুস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম, প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালিক, বিএমএ সাধারণ সম্পাদক ডা. মো. এহতাসিমুল হক চৌধুরী, বিএমএ ভাইস প্রেসিডেন্ট (ঢাকা সিটি) ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।
আজকের বাজার/এমএইচ