চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতনভাতা পরিশোধ ও ২৪ ঘণ্টা ডিউটি থেকে অব্যাহতিসহ ৫ দফা দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনে বসেছেন ব্যাংকের ৪র্থ শ্রেণীর কর্মচারীরা।
রোববার (১৫ জুলাই) রাজধানীর মিরপুরে ব্যাংকের প্রধান কার্যলয়ের সামনে পুলিশি বাধা উপেক্ষা করে ৪র্থ শ্রেণীর কর্মচারী ঐক্য পরিষদের কর্মীরা এ অবস্থান কর্মসূচি পালনে বসেন।
এর আগে সকালে কর্মচারীরা জড়ো হলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। পরে আবার জড়ো হয়ে তারা এ অবস্থানে যান।
গ্রামীণ ব্যাংক ৪র্থ শ্রেণীর কর্মচারী ঐক্য পরিষদের সদস্য মো. রাজীব জানান, আমরা এর আগেও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।আজকেও শান্তিপূর্ণভাবেই আমাদের অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল। কিন্তু গতরাতেই আমাদের আহ্বায়ক আজিজুল হক বাবলু,সদস্য এরাদুল,শাহীন, আজিজকে আটক করে রেখেছে মিরপুর থানা পুলিশ।
তিনি আরও বলেন, যতক্ষণ আমাদের আহ্বায়কসহ ৩ নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হয় ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে।
আজকের বাজার/এমএইচ