নবনিযুক্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেয়া। এ সুবিধা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের কার্যক্রমের গতিশীলতা আরও বাড়াতে হবে। তাহলে গ্রামের মানুষ উন্নত জীবন যাত্রার সুবিধা পাবে, নগরমুখী জনশ্রোত রোধ করা যাবে এবং নাগরিক সুযোগ-সুবিধাও নিশ্চিত করা সম্ভব হবে।
মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি এবং মন্ত্রণালয়ের কার্যক্রমের বিষয়ে অবহিতকরণ সভায় তিনি এ কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ‘টিমওয়ার্কের মাধ্যমে সততা, নিষ্ঠা, আন্তরিকতা নিয়ে কাজ করলে সরকারের বর্তমান মেয়াদেই দেশের উল্লেখযোগ্য সংখ্যক গ্রামে শহরের সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।’
সৎ, পরিশ্রমী, নিষ্ঠাবান ও জনগণের কল্যাণে সর্বদা নিবেদিত নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বব্যাপী পরিচিতি রয়েছে উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘সেই গুণাবলীকে ধারণ করে সেবার মনোভাব নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রণালয়ের সবাইকে দায়িত্ব পালন করতে হবে।’
গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে নীতি-নির্ধারকদের জানানোর জন্য গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়। সঠিক তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হলে অবশ্যই তার আলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’
সভায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুর রহমান, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খোরশেদ আলম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ