গ্রিনকার্ডের আবেদনে দুই মাসের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প

করোনায় বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৪৫ হাজার মানুষ। এছাড়া ইতালিতে সাড়ে ২৪ হাজার, স্পেনে ২১ হাজারের বেশি ও ফ্রান্সে প্রায় ২১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের আবেদনে দুই মাসের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষায় ৪৮০ বিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন সিনেট। কিছু ব্যবসা প্রতিষ্ঠান শিগগিরই খুলে দিতে যাচ্ছে, সাউথ ক্যারোলাইনাসহ কয়েকটি রাজ্য।

বৈশ্বিক মহামারি প্রতিরোধে অপর্যাপ্ত পদক্ষেপের অভিযোগে চীনের বিরুদ্ধে মামলা করেছে মিজৌরি রাজ্য।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা-সিডিসির প্রধানের হুঁশিয়ারি, আগামী শীতে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আর জাতিসংঘ খাদ্য কর্মসূচির প্রধানের শঙ্কা, করোনার প্রভাবে বিশ্বের অন্তত ৩০টি দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে দুর্ভিক্ষ। এরইমধ্যে অনাহারে-অর্ধাহারে আছেন, ১৩ কোটি মানুষ।

এদিকে, চীনের একদল গবেষক জানিয়েছেন, আক্রান্তের শরীরে তিন সপ্তাহ পর্যন্ত থাকতে পারে করোনাভাইরাস।

করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছে ইতালি। দেশটিতে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে নতুন সংক্রমণের হার।