ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ম্যানেজারের দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম জয় পেল চেলসি৷ লিগ কাপে দ্বিতীয় ডিভিশনের ক্লাব গ্রিমসবি টাউনকে ৭-১ গোলে উড়িয়ে দিল দ্য ব্লুজরা
ল্যাম্পার্ডের কোচিংয়ে স্ট্যাম্পফোর্ড ব্রিজে এই নিয়ে পাঁচটি ম্যাচ খেলতে নামে চেলসি৷ প্রথম ম্যাচে লেস্টারের বিরুদ্ধে লিগের ম্যাচ ১-১ গোলে ড্র করে তারা৷ দ্বিতীয় ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ গোলে আটকে যায়৷ পরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ০-১ গোলে পরাজিত হয়৷ লিগের ম্যাচে লিভারপুলের কাছে হারে ১-২ গোলে৷ অর্থাৎ নিজেদের ডেরায় মরশুমের প্রথম চারটি ম্যাচে জয় অধরা ছিল চেলসির৷ অবশেষে কাঙ্খিত জয়ের দেখা মেলে লিগ কাপে এসে৷
গ্রিমসবির বিরুদ্ধে ম্যাচের ৪ মিনিটের মাথায় পেদ্রোর পাস থেকে চেলসির হয়ে প্রথম গোল করেন রস বার্কলি৷ ৭ মিনিটে মিশি বাৎসুয়ায়ি গোল করে ২-০ এগিয়ে দেন দ্য ব্লুজদের৷ ১৯ মিনিটে হ্যানসনের পাস থেকে গোল করে গ্রিমসবির গ্রিন ব্যবধান কমিয়ে ২-১ করেন৷ ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসি ক্যাপ্টেন পেদ্রো প্রথমার্ধের স্কোরলাইন ৩-১ করেন৷
৫৬ মিনিটে অভিষেককারী রীস জেমসের পাস থেকে চেলসির হয়ে চতুর্থ গোল করেন জউমা৷ ৮২ মিনিটে জেমস নিজে গ্রিমসবির জালে বল জড়ান৷ ৮৬ মিনিটে পুলিসিচের পাস থেকে ম্যাচে নিদের দ্বিতীয় গোল করেন বাৎসুয়ায়ি৷ চেলসি ম্যাচে এগিয়ে যায় ৬-১ গোলে৷ ৯৮ মিনিটে বাৎসুয়ায়ির পাস থেকে গোল করে ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন ৭-১ করেন কালাম হাডসন-ওদোই৷
আজকের বাজার/লুৎফর রহমান