গ্রিসের পার্লামেন্ট বুধবার দেশটির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। পরিবেশ ও সাংবিধানিক আইনে বিশেষ পারদর্শী নির্বাচিত এই নতুন প্রেসিডেন্ট একজন সিনিয়র বিচারক। পার্লামেন্ট প্রধান কস্তাস তাসাউলাস জানান, ৬৩ বছর বয়স্কা একাতিরিনি শাকেল্লারোপাউলো ২৬১ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান