গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার এই ভূমিকম্পের ঘটনা ঘটে । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। স্থানীয় সময় সকালে এই কম্পন অনুভূত হয়।
ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্রিট ও কিথেরার দ্বীপের মধ্যে ৩৪ মাইল গভীরে। যার কারনে এথেন্স ও তার থেকে একশ ৬৫ মাইল দূরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে আশার কথা হল শক্তিশালী ভূমিকম্প হলেও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার প্রাথমিক কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে গ্রিসের ভূমিকম্পের রিখটার স্কেল ঠিক কত, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্কিন জিয়োলজিক্যাল সার্ভে ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিকে জানিয়েছে, রিখটারে ৬ মাত্রার কম্পাঙ্ক ধরা পড়েছে। কিন্তু গ্রিসের সিভিল প্রটেকশন ডিপার্টমেন্টের দাবি, ৬.১ কম্পাঙ্কের ভূ-কম্পন টের পাওয়া গিয়েছে।
আজকের বজার/লুৎফর রহমান