গ্রিসের সামোস দ্বীপের কাছে সোমবার একটি ব্যক্তিগত বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছে। গ্রিক নৌবাহিনী এ খবর জানিয়েছে। বিমানটিতে একজন নারী ও একজন পুরুষ ছিল বলে রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এক ইঞ্জিন বিশিষ্ট বিমানটি ইসরাইল থেকে সামোসে যাচ্ছিল। বিমানবন্দরে অবতরণের অল্প আগে এতে বিস্ফোরণ ঘটে। ইসরাইলের উদ্ধারকারী সংস্থা জাকা খবরটি নিশ্চিত করেছে। বিমানের নিহত দুই আরোহী ইসরাইলের নাগরিক বলে মনে করছে সংস্থাটি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান