গ্রিসে আগামী মে মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস মঙ্গলবার এ কথা বলেছেন।
ফেব্রুয়ারিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৫৭ জনের প্রাণহানিতে তার সরকারকে ব্যাপক ক্ষোভ মোকাবেলা করতে হচ্ছে।
এ প্রেক্ষাপটে টিভি চ্যানেল আলফাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি নিশ্চয়তার সঙ্গে বলতে পারি মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
রক্ষণশীল এই সরকারের মেয়াদ জুলাই মাসের প্রথমদিকে শেষ হবে।
এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথমে এপ্রিলে নির্বাচনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু গ্রিসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে।
বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভয়াবহ এই দুর্ঘটনার সবচেয়ে বড়ো শিকার। তারা দীর্ঘ ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরছিল।
এ দুর্ঘটনার পর গ্রিসের পরিবহনমন্ত্রী পদত্যাগ করেন।
এছাড়া কয়েক সপ্তাহ ধরে ক্ষুব্ধ ও মাঝে মাঝে সহিংস বিক্ষোভও অনুষ্ঠিত হচ্ছিল। নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সরকারকেও চাপের মুখে পড়তে হবে বলে ধারনা করা হচ্ছে।