গ্রীক দ্বীপ লেসবস উপকূলে অভিবাসীদের বহন করা একটি নৌকা মঙ্গলবার ডুবে যাওয়ায় কমপক্ষে ছয়জন মারা গেছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে কোস্টগার্ড সূত্র জানিয়েছে। খবর এএফপি’র।
সূত্র মতে, ইইউ সীমান্ত টহল নৌযানের সাহায্যে তারা ৫৭ জনকে উদ্ধার করেছে।
ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করার সময় এ বছর বহু শরণার্থী ও অভিবাসী মারা গেছে।
গ্রীস প্রায় ৭০ হাজার শরণার্থী ও অভিবাসীকে আশ্রয় দিচ্ছে। আর এসব শরণার্থী ও অভিবাসীর অধিকাংশই সিরীয় নাগরিক। ২০১৫ সাল থেকে তারা তাদের দেশ থেকে পালাতে শুরু করে। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ