নগরীর ৩০টি ওয়ার্ডের বেশির ভাগ মানুষ সাপ্লাইয়ের পানির উপর নির্ভরশীল। তাই গ্রীষ্মকালীন পানি সংকট মোকাবেলায় বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) উদ্যোগ গ্রহণ করেছেন নতুন পাম্প বসানো ও মেরামতের।
বিসিসি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রীষ্মে পানি সংকোট মোকাবেলায় বিসিসি কর্তৃপক্ষ ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় নগরীর কাশিপুরে নতুন পানির পাম্প বসানো হয়েছে। যে কারণে কাশিপুরসহ বেশ কয়েটি এলাকার পানির চাহিদা অনেকটা পূরণ হয়েছে।
এবিষয়ে সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কাজল ঘোষ জানান, নগরীতে ২০ বছর আগে বসানো ৩৫টি পানি পাম্পের প্রায় ১৭টি বিকল। আর বর্তমানে নগরীতে বিশুদ্ধ পানির প্রয়োজন রয়েছে প্রায় ৫ কোটি লিটার। যার অর্ধেকের মতো পূরণ করতে পাড়ছে বিসিসি। তবে বর্তমানে এ সমস্যা সমাধানে অনেকটা এগিয়ে রয়েছে বিসিসি কর্তৃপক্ষ।
এব্যপারে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন পান্না বলেন, পানির পাম্পগুলো সচল রাখতে বিসিসি পর্যায়ক্রমে প্রতিটি পাম্পই মেরামতের কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিকল্প ভাবে পানি সরবরাহ চালিয়ে যাচ্ছে। যাতে গ্রীষ্ম মৌসুমে আমাদের কোন ভাবেই পানির সমস্যা না হয়।
নির্বাহী প্রকৌশলী আরো জানান, পানি সংকট মোকাবেলায় প্রতিটি পাম্প সংস্কারের পাশাপাশি বর্তমান মেয়র নগরীতে আরো তিনটি নতুন পানির পাম্প বসানোর উদ্যোগ গ্রহণ করেছেন।
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর পানি সরবরাহ শাখার সভাপতি কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্না জানান, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ইতিমধ্যেই পানি সংকট মোকাবেলায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। তার নির্দেশনায় আমরা তিনটি প্রোডাকশন টিউবয়েলের কাজ হাতে নিয়েছি। যার একটির কাজ শেষ হয়েছে। আর দু’টির কাজ চলমান রয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান