গ্রীসের কাইথেরা দ্বীপে শনিবার ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এথেন্সের জাতীয় পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানায়।
দ্বীপটির ৪৬ কিলোমিটার (২৮ মাইল) পশ্চিমে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পেনোপোনিজ দ্বীপমালার বিপরীতে স্থানীয় সময় রাত ৮ টায় এই ভূমিকম্প হয়। ভূকম্পনের উৎপত্তিস্থল ভূগর্ভের ৬৭ কিলোমিটার গভীরে।
এই ভূমিকম্পে হাতাহত কিংবা অবকাঠামোগত কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। গ্রীসের অবস্থান ভূতাত্ত্বিক দিক থেকে ভ’মিকম্পপ্রবন এলাকায় । এই এলাকায় একাধিক ফল্টলাইন রয়েছে।
২০২০ সালে গ্রীসের সামোস ও তুরস্কের ইজমির দ্বীপের মধ্যবর্তী এলাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তুরস্কে ১১৪ জনের মৃত্যু এবং ১,০০০ লোক আহত হয়, গ্রীসের সামোসে ২ জনের মৃত্যু হয়।