২০২০ সালে নারীদের টি-২০ বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। গতরাতে স্কটল্যান্ডের ডান্ডিতে টুর্নামেন্টের ফাইনাল শেষ হবার পরই নারীদের আগামী টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষনা করে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নারীদের আসন্ন টি-২০ বিশ্বকাপে মোট দশ দলটি দল খেলবে। দু’গ্রুপে বিভক্ত হয়ে খেলবে তারা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য চার প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপে রয়েছে- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ড।
২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারীদের সপ্তম আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। ভারতের বিপক্ষে।
এ নিয়ে টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে মেয়েরা। বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী নিক হকলে এক বিবৃতিতে বলেন, ‘২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও থাইল্যান্ডকে স্বাগতম জানাতে পেরে আমরা রোমাঞ্চিত।’
আজকের বাজার/লুৎফর রহমান