গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে ঢাকা আবাহনী

লিগ শিরোপা জয়ের আনন্দের রেশ নিয়েই স্বাধীনতা কাপ ফুটবলে নিজেদের মিশন শুরু করে ঢাকা আবাহনী। মৌসুমের শেষ টুর্নামেন্ট জিতে দলটির সামনে ট্রেবল জয়ের সুযোগ। সেই টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আট নিশ্চিত করল ঐতিহ্যবাহিরা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের শেষ খেলায় শেখ রাসেল ক্রীড়াচক্রকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হওয়া নিশ্চিত করে আকাশি-নীলরা।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে টিম বিজেএমসিকে হারায়। তাতে দুই ম্যাচ হেরে ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয় টিম বিজেএমসির। আবাহনী ও শেখ রাসেল একটি করে ম্যাচ খেলেই পেয়ে যায় শেষ আটের টিকেট। এদিনের ম্যাচটি ছিল তাই গ্রুপ সেরা নির্ধারনের।

তবে আবহনী এদিন জয় পেল শেখ রাসেলের আত্মঘাতি গোলের কল্যাণে। দলটি তুলনামূলক ভালো ফুটবল খেলেও গোল আদায় করতে ব্যর্থ। উল্টো ৬৬ মিনিটে নিজেদের জালে নিজেরাই বল প্রবেশ করিয়ে হার মানে।

শুক্রবার একটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ ক্রীড়াসংঘ। ম্যাচটি থেকেই নির্ধারন হবে এই গ্রুপ থেকে কোন দুই দল যাবে কোয়ার্টারে। গ্রুপের অন্যদল সাইফ স্পোর্টিং ক্লাব।

আজকের বাজার: সালি / ২৬ জানুয়ারি ২০১৮