চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হস্পতিবার বেলা পৌনে ১১ টার দিকে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছানোর পর শেখ হাসিনাকে স্বাগত জানান লি কেকিয়াং। গ্রেট হলের সামনে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।খবর ইউএনবি।
চীনের প্রধানমন্ত্রীকে সঙ্গে করে শেখ হাসিনা একটি সুসজ্জিত মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরে প্যারেড পরিদর্শন করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
দুদেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের একে অন্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এরপর গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপাক্ষিক বৈঠক এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা ও লি কেকিয়াং।
একই জায়গায় চীনা প্রধানমন্ত্রী আয়োজিত এক ভোজেও যোগ দেবেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী সিসিপিআইটিতে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে বাণিজ্য বিষয়ক এক গোল টেবিল বৈঠকে অংশ নেবেন।
৫ জুলাই সকালে চীনা গবেষণা প্রতিষ্ঠান ‘প্যানগোল ইনিস্টিটিউশন’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
পরে বিভিন্ন চীনা কোম্পানির সিইও শেখ হাসিনার সাথে তার আবাসস্থলে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সেই সাথে এনপিসি চেয়ারম্যান লি ঝাংশুর সাথে প্রধানমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী বিকালে দিয়াওয়ুতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন এবং সন্ধ্যায় একই জায়গায় চীনা প্রেসিডেন্টের দেয়া এক ভোজসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রী তার চীন সফর শেষ করে ৬ জুলাই স্থানীয় সময় সকাল ১১টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে চীনের রাজধানী বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
ফ্লাইটটি একই দিন বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
পাঁচদিনের সফরে গত সোমবার চীন সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের মাধ্যমে চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
আজকের বাজার/লুৎফর