লন্ডনের বহুতল ভবন গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের নিহতদের মধ্যে নিহত ৭৯ জনের মধ্যে দুইজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
লন্ডনে বাংলাদেশের হাইকমিশন ২৬ জুন সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই দুজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন- হুসনা বেগম ও রাবেয়া বেগম ।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত রাবেয়া ও হুসনা দুইজনই গ্রেনফেল টাওয়ারের একই অ্যাপার্টমেন্টে থাকতেন। তারা সম্পর্কে মা ও মেয়ে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ, গত ১৪ জুন লন্ডনের ওই বহুতল আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ৭৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় পুরোপুরি ধ্বংস হয়েছে প্রায় ১৫০টি আবাসিক ফ্ল্যাট।
আজকের বাজার: এলকে/এলকে ২৭ জুন ২০১৭