ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি)ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার যুবক এর আগেও অনেক নারীকে ধর্ষণ করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। বুধবার দুপুরে কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক কর্মকর্তা বলেন, মজনু নামের ৩০ বছর বয়সী ওই যুবক একজন‘সিরিয়াল রেপিস্ট’। সে চুরি-ছিনতাইও করত।
র্যাব জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী গত রবিবার রাতে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে ফুটপাত ধরে হাঁটার সময় হঠাৎ তাকে পেছন থেকে মুখ চেপে ধরে পাশের ঝোপে নিয়ে যায় মনজু। সেখানে মেয়েটিকে সে মারধর করে ও ধর্ষণের পর হত্যার হুমকি দেয়।
গ্রেপ্তার মনজু স্বীকার করেছে যে, সে একজন সিরিয়াল রেপিস্ট ও মাদকাসক্ত। নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকায় আসা ওই যুবক শারীরিকভাবে প্রতিবন্ধী ও ভিক্ষুকদের প্রায়ই ধর্ষণ করত।
মঙ্গলবার রাতে ঢাকা থেকে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের কথা বুধবার সকালে জানায় র্যাব। ভুক্তভোগী মেয়েটির মোবাইল ফোন ও বেশ কিছু সামগ্রীও উদ্ধার করা হয়। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে(ওএসসিসি)চিকিৎসাধীন রয়েছে।সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান