মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননকে গ্র্যান্ড জুরির শুনানিতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
ব্যাননকে তলব করেছেন এফবিআইয়ের সাবেক প্রধান রবার্ট মুলার,যিনি ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগ নিয়ে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
কংগ্রেসেরও একটি কমিটিও আলাদাভাবে ওই বিষয়ে তদন্ত করছে। ব্যানন স্থানীয় সময় মঙ্গলবার সেই কমিটির শুনানিতেও হাজির হয়েছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে ।
ট্রাম্পের ভোটের প্রচারে ‘আমেরিকা ফার্স্ট’ দর্শনকে একটি আকৃতি দেয়ার ক্ষেত্রে ব্রাইবার্ট নিউজ নেটওয়ার্কের সাবেক নির্বাহী চেয়ারম্যান ডানপন্থি জাতীয়তাবাদী ব্যাননের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নির্বাচনে জয়ের পর ট্রাম্প তাকে পুরস্কৃত করেছিলেন হোয়াইট হাউজের চিফ স্ট্র্যাটেজিস্টের পদ দিয়ে। কিন্তু হোয়াইট হাউজে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পদ হারান ব্যানন।
এরপর জানুয়ারির শুরুতে প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’ বইয়ে ট্রাম্পের ছেলেকে নিয়ে মন্তব্যের কারণে তাকে ব্রাইবার্টের শীর্ষ পদও ছাড়তে হয়।
আজকের বাজার:এসএস/১৭জানুয়ারি ২০১৮