পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্ল্যাইন ঔষুধের ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটি আগামী ১৪ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১৪ অক্টোবর সকাল ১১টায় ইজিএম করবে। ইজিএমের স্থান পরে জানানো হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর।
এর আগে এক সংবাদ সম্মেলনে কোম্পানিটির পক্ষ থেকে লোকসানের কারণে ঔষুধ ফ্যাক্টরি বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল।
সেখানে বলা হয়, কোম্পানির পরিচালনা পর্ষদ বাণিজ্যিক ঝুঁকিতে থাকা তাদের ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিটের উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের প্রস্তাব করেছে।
তবে জিএসকে বাংলাদেশ তাদের কনজিউমার হেলথকেয়ার ব্যবসা চালিয়ে যাবে এবং ফার্মাসিউটিক্যাল ব্যবসা বন্ধের কোনো প্রভাব তাতে পড়বে না।